প্রথমে প্রেমিক তারপর জীবন দিলেন প্রেমিকা!
মাগুরা পৌর এলাকার বরুনাতৈল ও সদরের বারাশিয়া গ্রামে প্রেমিক ও প্রেমিকা আত্মহত্যা করেছে। আত্মহননের পথ বেঁচে নেয়া প্রেমিক সুমন (১৭) বরুণাতৈল গ্রামের মহম্মদ আলীর ছেলে। সে মাগুরা টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র। প্রেমিকা এ্যানী খাতুন (১৬) বারাশিয়া গ্রামের হিরোক বিশ্বাসের মেয়ে। সে মাগুরা দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের দশম শেণির ছাত্রী। পুলিশ ও প্রতিবেশীরা জানিয়েছেন, সুমনকে মঙ্গলবার […]