এবার স্মার্ট ডিসপ্লে আনবে অ্যাপল
আগামী দুই বছরে স্মার্ট হোম প্রোডাক্ট বৃদ্ধির পরিকল্পনা করেছে অ্যাপল। এমনই ধারণা দিয়েছেন ব্লুমবার্গের মার্ক গুরম্যান। তার সম্প্রতি পাওয়ার অন নিউজলেটারে গুরম্যান জানান, অ্যাপলের ল্যাবে চারটি স্মার্ট হোম পণ্য রয়েছে। ওগুলোর মধ্যে রয়েছে নতুন হোম পড। এ সম্পর্কে গুরম্যান গত জুনে ধারণা দিয়েছিলেন। সঙ্গে রয়েছে নতুন হোমপড মিনি। এটি দেখতে ২০১৮ সালের অরিজিনাল মডেলের মতো। […]