সূরা নাস ও সূরা ফালাক এর ফজিলত
সূরা ফালাক ও সূরা নাস এই দুটি সূরাই মদিনায় অবতীর্ণ হয়েছে। ফালাক ১১৩ নম্বর সূরা, আয়াত ৫টি, রুকু ১টি আর সূরা নাসের আয়াত ৬টি, রুকু ১টি। এই দুই সূরার মাধ্যমে কোরআন শরিফ শেষ করা হয়েছে। এই দুই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরনের অনিষ্ট থেকে […]