ফেসবুকে আর নিউজ ফিড থাকছে না
ফেসবুকে আর নিউজ ফিড থাকছে না। এতো দিন থাকলেও সেটি পরিবর্তে শুধু ফিড থাকবে বলে ফেসবুকের অফিসিয়াল পেজে এই ঘোষণা দিয়ে জানানো হয়েছে। আরও আগে একটি পরিবর্তন করছেন ফেসবুক। যেটি আগে ছিল ওয়াল এখন সেটি টাইম লাইন। কিন্তু কেন এই বদল? এ বিষয়ে মার্ক জাকারবার্গের সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইউজাররা তাদের ফিডে যে বৈচিত্রময় […]