আমি চেয়েছি সব সময় ঘরটা বাঁচাতে: বুবলী
প্রেমের পর লুকিয়ে বিয়ে করেন দুজনে। তবুও দুজন হেঁটেছেন দুজনের ভিন্নপথে। এরই মধ্যে বাজছে বিচ্ছেদের ঘণ্টা। এ নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের মথোমুখি হন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টাই করছেন। এমন বক্তব্য দেন নায়িকা। বুবলী বলেন, আমি আমার ১০০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে। […]