জনি ডেপের বউ পেটানোর বদনাম ঘুচল
প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলার রায় মার্কিন অভিনেতা জনি ডেপের পক্ষে দিয়েছেন আদালত। বুধবার (১ জুন) ভার্জিনিয়ার সাত জুরির এই আদালত তাদের সিদ্ধান্তে বলেছেন, মানহানির ক্ষতিপূরণ বাবদ ডেপকে ১ কোটি ৩ লাখ ডলার দিতে হবে হার্ডকে। তবে কিছু ক্ষেত্রে এ মামলার রায় অ্যাম্বার হার্ডের পক্ষেও গিয়েছে। আদালত বলেছেন, ক্ষতিপূরণ হিসেবে হার্ড পাবেন […]