আষাঢ়ের খরায় পুড়ছে নাটোরসহ পুরো বরেন্দ্র অঞ্চল
রাজশাহীতে কয়েক দিন ধরে চৈত্রের খরতাপ বিরাজ করছে। বৃষ্টি ছাড়াই আষাঢ় শেষ হওয়ায় তীব্র গরমে জনজীবন হাঁসফাঁস করছে। এক সপ্তাহ ধরে রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁইছুঁই করছে। শুধু রাজশাহী নয়, আশপাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরসহ পুরো বরেন্দ্র অঞ্চল সমানভাবে আষাঢ়ের খরায় পুড়ছে। বৃষ্টিহীনতায় আমন রোপণ বিঘ্নিত হচ্ছে। পানির অভাবে আউশ ধানের জমি শুকিয়ে […]