গোল উৎসব রিয়ালের আসেনসিওর হ্যাটট্রিক বেনজেমার ২
মার্কো আসেনসিও করলেন হ্যাটট্রিক, জোড়া লক্ষ্যভেদে দলের হয়ে দুইশ গোলের মাইলফলক স্পর্শ করলেন করিম বেনজেমা। বদলি নেমে ইসকোও দেখলেন গোলের মুখ। তাদের সম্মিলিত নৈপুণ্যে মায়োর্কার জালে গোল উৎসব করল রিয়াল মাদ্রিদ। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে ৬-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় আগের দুই ম্যাচে জিততে […]