মালয়েশিয়া গ্রেফতার ২১৩ বাংলাদেশী ১৭২/ আন্তর্জাতিক
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেজে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানানো হয় যে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর স্থাপাকের ওয়াংসা মাজু এলেকায় নির্মাণ সাইটে অভিজান চালিয়ে ২৫৪ জন কে আটক করে মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ। পরবর্তীতে আটক কৃত সকলের বৈধ কাগজ পত্র যাচাই – বাচাই করে ২১৩ জন কে আটক করা হয়। এদের মধ্যে সব থেকে বেশি […]