বাঘারপাড়ায় স্কুলসহ ১৫ বসতবাড়ি দেড় মাস যাবত পানিবন্দি
আজম খানছ বাঘারাপাড়া (যশোর) প্রতিনিধি:টানা কয়েকদিনের বৃষ্টিতে যশোরের বাঘারপাড়ায় জলাবদ্ধতার কারনে স্কুলসহ ১৫টি বসত বাড়ি পানি বন্দি। পানি না কমায় স্কুল ও ১৫ টি বসতবাড়ি পানিতে ভাসছে। এতে শিক্ষার্থীসহ জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় ৩/৪ ব্যাক্তি অপরিকল্পিভাবে ঘের করে বাঁধ দেওয়ায় কারণে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসির। বৃহস্পতিবার উপজেলার বাররা গ্রামে এমন দৃশ্য […]