বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখর যমুনা নদীর পাড়
বগুড়ায় বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে যমুনা নদীর পাড়। সারা বছরেই বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধ এবং প্রেম যমুনার ঘাটে পর্যটকদের আনাগোনা থাকে। তবে, ঈদে ওই দুই স্থানে বিনোদনপ্রেমীদের ঢল নামে। সরেজমিনে গিয়ে গেছে, দর্শনার্থীরা নদীর ধারে সেলফি তুলছেন। কেউ কেউ নৌকায় করে নদীতে ভাসছেন, যাচ্ছেন ঘাট থেকে কাছাকাছি চরগুলোতে। এদিকে, দুই স্থানেই দর্শনার্থীদের […]