বিরল ইএমএম গ্রুপের রক্ত মিললো দশম ব্যক্তির দেহে
পৃথিবীতে নয়জনের শরীরে ছিল বিরল ইএমএম নেগেটিভ গ্রুপের রক্ত। এবার দশম ব্যক্তি হিসেবে গুজরাটের এক হাসপাতালে ৬৫ বছরের এক ব্যক্তির শরীরে ইএমএম নেগেটিভ রক্তের সন্ধান রয়েছে। সাধারণত রক্তের কোষে ৩৭৫ ধরনের অ্যান্টিজেন থাকে। যাদের মধ্যে ইএমএম উচ্চ মাত্রায় থাকে। এই অ্যান্টিজেনগুলোর কম্বিনেশনই নির্ধারণ করে কোনো রক্তের গ্রুপ ঠিক কী হবে। এই অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষের রক্ত […]