১১ বিলিয়ন ডলার জরিমানা থেকে বাঁচলো পাকিস্তান: ইমরান খান
পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল (এজিপি) অফিসের পাশাপাশি নিরাপত্তা সংস্থার কঠোর প্রচেষ্টার পরে বেলুচিস্তানের চাগাই জেলার রেকো ডিক প্রকল্পে আদালতের বাইরে নিষ্পত্তি করায় দেশটি ১১ বিলিয়ন ডলার জরিমানা থেকে বাঁচতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান গত রোববার (২০ মার্চ) টুইট করেছেন, ‘১০ বছরের আইনি লড়াই এবং আলোচনার পর রেকো ডিক খনির উন্নয়নের জন্য ব্যারিক গোল্ডের সাথে সফল […]