শাকিবের নায়িকা নেচে সমালোচনার মুখে
শাকিব খানের নায়িকা তিনি। কলকাতার মেয়ে দর্শনা শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অন্তরাত্মা নামক একটি ছবিতে। যদিও মুক্তি পায়নি, তারপরেও এদেশীয় সিনেমাপ্রেমীদের নিকট তিনই শাকিবের নায়িকা হিসেবেই পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস (২২ শ্রাবণ) উপলক্ষে রবীন্দ্র সংগীতে একটি নাচ পরিবেশন করেন অভিনেত্রী দর্শনা বণিক। আর তাতেই নেটদুনিয়ায় সমোলোচনার জোয়ার বইছে। ব্যাকলেস (পিঠখোলা) ব্লাউজ পরে রবীন্দ্র নৃত্যের […]