‘ভাইকে চিনস নাই? আবার কথা বলিস
রাজধানীর বেইলি রোডে মোটরসাইকেল নিয়ে উল্টোপথে ছুটছিলেন ১০ থেকে ১২ জন যুবক। সে সময় রাস্তা পার হচ্ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন। এ সময় তার শরীরে মোটরসাইকেল তুলে দেন তারা। মিরাজ তাদের জিজ্ঞেস করেন, উল্টোপথে কেন চলছেন? এমনিতে উল্টোপথে, আবার ধাক্কাও দিচ্ছেন। কথা মুখ থেকে না শেষ হতেই বাইক থেকে দুজন […]