ভিক্টোরিয়ার জালে গোল বন্যা
জার্মানি থেকে স্পেনে এসেছেন। বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায়। খেলার ছক বদলেছে, দর্শন বদলেছে। বদলেছে সতীর্থ। কিন্তু গোল মুখে খুনে স্বভাবের রবার্ট লেভানডভস্কি একটুও বদলাননি। লিগে বার্সার জার্সিতে দুর্দান্ত ছন্দে থাকা লেভা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে কাতালানদের হয়ে হ্যাটট্রিক করেছেন। তার জাদুর সঙ্গে গোল করেছেন এসি মিলান থেকে বার্সায় আসা ফ্রাঙ্ক কেসি। গোল করেছেন লিগে বেঞ্চে […]