বিরামপুরে খড় বোঝাই ভ্যানে মিললো ৩৪ বোতল ফেনসিডিল,আটক-২
বিরামপুরে খড় বোঝাই ভ্যানে মিললো ৩৪ বোতল ফেনসিডিল,আটক-২ নয়ন হাসান,বিরামপুর(দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুরে খড়বোঝাই ভ্যানে মিললো ফেনসিডিল। একটি অটোচার্জার ভ্যানে খড়বোঝাই করে নিয়ে যাচ্ছিলো দুই যুবক। পথে পুলিশের তল্লাশি চৌকিতে পড়েন দুই যবুক। পরে খড়বোঝাই ভ্যানটি তল্লাশি করে ভ্যানের ভেতর বিশেষ কায়দায় রাখা কসটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার […]