মনিরামপুর পৌরসভার সীমানা ফলক পূনঃস্থাপন প্রয়োজন
মণিরামপুর পৌরসভার সীমানা ফলক জরুরী ভাবে পূনঃস্থাপনের দাবী উঠেছে। যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের প্রশস্থ্যকরণ কাজের জন্য পৌরসভার সীমানা ফলক ইতোমধ্যে ১টি ভেঙ্গে ফেলাসহ অপরটি ক্ষতিগ্রস্থ্য হয়েছে। ফলে মণিরামপুর পৌরশহরের প্রধান সড়ক বরাবর উত্তর ও দক্ষিন সীমানা ফলক পূনরায় ১টি স্থাপনসহ অপরটি সংস্কারের দাবী উঠেছে। সূত্রে জানাযায়, যশোর জেলার ১৫টি ইউনিয়ন নিয়ে ১৯১৭ সালের ১৫ জুলাই মনিরামপুর […]