ময়লা-আবর্জনার স্তূপ জমে মগড়ার এখন মরণদশা
অসংখ্য নদী, খাল-বিল হাওর বেষ্টিত নেত্রকোনার অন্যতম একটি নদীর নাম মগড়া। নেত্রকোনা জেলা শহরের ওপর দিয়ে প্রবাহিত এই নদী দিন দিন যেন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। ময়লা-আবর্জনার স্তূপ জমে মগড়ার এখন মরণদশা। নদীর ভয়াবহ দশায় নদীর পাড়ঘেঁষা বাসিন্দারা ময়লার দুর্গন্ধ ও দূষিত পানির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ- কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও ময়লা অপসারণ […]