মাগুরার মহম্মদপুরে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা
মাগুরা প্রতিনিধিঃ মাগুরার জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নে শত বছর ধরে চলে আসা ঐতিহ্য বাহী বড়রিয়ার ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলাকে ঘিরে আশপাশের এলাকায় উৎসব ও আনন্দমুখর পরিবেশ বিরাজ করে ।ঈদের আনন্দের মতোই এই এলাকায় চলে মেয়ে জামাই দাওয়াত দেওয়ার মিছিল। জামাইও আনন্দ চিত্তে মেলা থেকে বাহারি মিষ্টি সামগ্রী ও বড় বড় মাছ আর হরেক […]