স্কুলের মাটি খুঁড়ে ২১৫ শিশুর দেহাবশেষ পাওয়া গেছে কানাডায়
কানাডার একটি বোর্ডিং স্কুলে মাটি খুঁড়ে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এক শতাব্দিরও বেশি সময় আগে দেশটির আদিবাসী মানুষদের জন্য স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে। টিকে এমলাপস টি সিকিউপেম উপজাতি এক বিবৃতিতে জানিয়েছে, মাটির নিচে প্রবেশে সক্ষম রাডার ব্যবহার করে ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকার কাছে অবস্থিত স্কুলটিতে দেহাবশেষের সন্ধান পাওয়া […]