নড়াইলে পকেটে মাদক দিয়ে অর্থ আদায়ের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে
নড়াইলের কালিয়া থানার এএসআইয়ের বিরুদ্ধে ছাকিব শেখ (১৭) নামে এক তরুণের পকেটে জোর করে ইয়াবা দিয়ে মাদক ব্যবসায়ী বানিয়ে মিথ্যা মামালায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাকিব শেখ কালিয়া উপজেলার হাচলা গ্রামের তবিবুর রহমান শেখের ছেলে। একই সঙ্গে ওই যুবকের কাছে পুনরায় টাকা দাবি করলে তা দিতে অপারগতা প্রকাশ করলে শারীরিকভাবে […]