আলু সংরক্ষণ শুরু তবে ভাড়া নির্দিষ্ট হয়নি
মুন্সীগঞ্জের হিমাগারগুলোতে আলু সংরক্ষণ শুরু হয়েছে। ইতোমধ্যে হিমাগারগুলোতে আসতে শুরু করেছে প্রচুর পরিমাণ আলু। তবে ভাড়া নির্দিষ্ট করা হয়নি আলু সংরক্ষণের জন্য সচল ৬৪টি হিমাগারে। তবে এই সমস্ত আলু অধিকাংশই আসছে উত্তরবঙ্গ থেকে। এখনো মুন্সীগঞ্জে পুরোপুরি আলু উত্তোলন শুরু হয়নি। তাই মুন্সীগঞ্জের পাইকাররা উত্তরবঙ্গের রাজশাহী দিনাজপুর, নাটোর, রংপুর থেকে আলু কিনে এনে হিমাগারে সংরক্ষণ করছেন। […]