আমি রেগে কথা বলি নাকি ভালোবেসে বলি?
ভারতের লোকসভায় মহুয়া মৈত্রের বক্তৃতা মানেই বিজেপিকে তুলোধোনা। বৃহস্পতিবার বক্তৃতার জন্য বরাদ্দ নির্দিষ্ট সময়ের আগেই নাকি তার মাইক বন্ধ করে দেন লোকসভার চেয়ারে থাকা স্পিকার। বক্তৃতা দেওয়ার সময় মহুয়াকে লোকসভার চেয়ারে থাকা স্পিকার বলেছিলেন, ‘মহুয়াজি ভালোবেসে বলুন।’ এতেও আপত্তি কৃষ্ণনগরের এ সংসদ সদস্যের। অধিবেশন মুলতুবি হতেই টুইট করে তৃণমূল নেত্রী মহুয়া লেখেন, ‘আমি রেগে বলব […]