যশোরের ভৈরব নদের ইতিহাস
ধীরে লয়ে বয়ে যায় অযুথ ভৈরব। ঠিক পঞ্চাশ বছর আগে একথা পরিপূর্নভাবে সত্য ছিল। যারা নীলাকাশের নীচে প্রকৃত মনুষ্য জীব হয়ে যশোর জেলা নামক অঞ্চলে বসবাস করেছিলেন বা করতেন, তারা তাদের অনেকেই চাক্ষুষ প্রমাণ হয়ে কালের সাক্ষী স্বরূপ এখনও দাড়িয়ে আছেন। মোহাম্মদপুর নগরের হরিনাথ থেকে শুরু করে হরিনাকুন্ডুর কাঙ্গাল হরিনাথ সকলেই বটবৃক্ষের মত ছায়া-মায়া পেয়েছে […]