‘রক্তাক্ত-২১’ শেখ আলী আকবার সম্রাট
রক্তাক্ত-২১ শেখ আলী আকবার সম্রাট রক্তে রাঙানো ২১-তুমি ফেব্রুয়ারির গান। বাংলা মায়ের অশ্রুচোখে মুখে ভরাট অভিমান। সুখের সরিৎ তড়িৎ বেগে ছুটছে দেখি আজ। বাহান্নর ওই রফিক,শফিক নিত্য নূতন সাজ। মুক্ত মায়ের মুখে হাসি বাংলা পেলো প্রাণ। ভাইয়ের প্রাণে বাংলা স্বাধীন রক্তে ঝরা গান। শহীদ স্মৃতি মাতৃভাষা আশার তরী হাসে। রফিক, শফিক মিশে আছে বাংলার দূর্বাঘাসে। […]