মনিরামপুর-রাজগঞ্জ সড়কের ব্যস্ততম হরিহর নদের ব্রিজ সংষ্কারের দাবী
রাশেদ আলীঃ– মনিরামপুর ভায়া রাজগঞ্জ যাতায়াতের একমাত্র ব্যস্ততম সড়কের সংযোগ ব্রিজটি গুরুত্বপূর্ণ। দীর্ঘ দিন ধরে একমাত্র ব্যাস্ততম ব্রীজটির উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে কয়েক লক্ষাধীক মানুষ। যশোর মনিরামপুর উপজেলা বৃহৎ একটি উপজেলা যেখানে বসবাসরত মানুষের বেশী অংশ মনিরামপুরের পশ্চিম অঞ্চলে।বর্তমান পর্যাটন অঞ্চল হিসাবে বিশ্বব্যাপী পরিচয় লাভ করেছে রাজগঞ্জ ঝাঁপা বাওড়ের উপর নির্মিত দুইটি […]