বেইলি ব্রিজ ভেঙ্গে চালক নিহত
অংবাচিং মারমা, রুমা,(বান্দরবান)প্রতিনিধি: বান্দরবান জেলা রুমা উপজেলা সড়কে রোয়াংছড়ির উপজেলা তারাছা ইউনিয়নে মুরুংগো বাজার এলাকায় বেইলী ব্রিজ ভেঙ্গে ব্রিজের উপর ট্রাক উল্টে চালক নিহত হয়েছে। এসময় বান্দরবান রুমা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নিহত চালকের নাম মো. আবদুল গফুর (৫৫)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড়ের হাসিম পাড়ার দারুল ইসলাম। আজ ২(ফেব্রুয়ারী) রোজ বুধবার দুপুর […]