মেম্বার প্রার্থী লাকি খাতুনের জনগণের ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
দোয়া চাই সকলের, ভোট চাই-ভোটারের এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে নারীদের কল্যাণে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে কথা দিয়েছেন সংরক্ষিত আসনের মহিলা প্রাথী লাকি খাতুন। বোরকা পরিহিত নারী হাতে ভ্যানিটি ব্যাগ দুরন্তপনায় চলাচল, কখনো নিজবাড়ির আঙ্গিনায় নারীদের সাথে কথা বলে, কখনো এপাড়া ওপাড়া যাওয়া, আবার ইউনিয়ন পরিষদে ছুটে যাওয়া কখনো […]