ঈদে বুবলীর ১১০, অপুর মাত্র ৯
এবারের ঈদে দেশের ১০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি। তপু খান পরিচালিত ছবিটি এরই মধ্যে আলোচনায় এসেছে। হল বুকিংয়েও সবচেয়ে বেশি এগিয়ে আছে ছবিটি। এবারের ঈদে মোট ৮টি ছবি মুক্তি পাচ্ছে। এরমধ্যে ‘লিডার’ দখল করেছে ১০০ হল। এছাড়া আদর-বুবলীর আলোচিত ‘লোকাল’ সিনেমাটি দখল পেয়েছে ১০টি হল। অপরদিকে […]