ভারতে ডাকাতি করতে এসে ফ্রিজের রসগোল্লা সাবাড়!
ভারতের পশ্চিম বর্ধমানের অন্ডালে তৃণমূল নেতা ও শাসক দলের ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্যের বাড়িতে শনিবার (১৯ মার্চ) শেষ রাতে প্রবেশ করেছিল ছয় ডাকাত। ঘরে ঢুকেই হিন্দিতে তারা জানায়, ‘খিদে পেয়েছে, খাবার চাই।’ ঘুম ভেঙে এমন কাণ্ডে হতভম্ব বাড়ির সদস্যরা। যদিও তাদের ভরসায় না থেকে নিজেরা খুলে ফেলে রেফ্রিজারেটর। রসগোল্লা সাবাড় করার পাশাপাশি শেষ করে দেয় […]