ঠাকুরগাঁওয়ে শিবরাত্রী ব্রত উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত :
ঠাকুরগাঁওয়ে শিবরাত্রী ব্রত উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত : সদর প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী শিবরাত্রী ব্রত উপলক্ষে ভাগবতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভাতগাঁও গ্রামে রসিক রায় জিউ (ইস্কন) মন্দিরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসকন বাংলাদেশ ও অধক্ষ্য গড়েয়া ইসকন মন্দির সহ-সভাপতি শ্রীমৎভক্তি বিনয় স্বামী মহারাজের সভাপতিত্বে […]