‘সত্যিই, ভীষণ একা হয়ে গেলাম’: নন্দিত নায়িকা সূচরিতা
অল্প বয়সে শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিষেক গুণী-নন্দিত নায়িকা সূচরিতার। যে তিনজন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বর হাত ধরে চলচ্চিত্রে সূচরিতা নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছেনে সেই তিনজন হলেন গাজী মাজহারুল আনোয়ার, দীলিপ বিশ্বাস ও আজিজুর রহমান। সময়ের পরিক্রমায় এই তিনজনের কেউই আজ বেঁচে নেই। দীলিপ বিশ্বাস ও আজিজুর রহমান আগেই মারা গেছেন। আর গত ৪ […]