শীতের সকাল
শীতের সকাল বিল্লাল হোসাইন ইচ্ছা করে ফিরিয়ে যাই- আমার ছেলেবেলায়, শীতের সকালে সোনালি রোদে পড়তে বসতাম বারান্দায়। পাটিসাপটা, মুড়ি, মলা কত কিযে দিত- পড়ার চাইতে ঢং বেশী করতাম মা শুধু হাসত। ভাইয়ে,ভাইয়ে মারামারি- কলম,খাতা ছোরাছোরি বাবা দেখলেই রাগত। ইচ্ছা করে হারিয়ে যাই- আমার ছেলেবেলায়। কুয়াশা ভরা সকাল বেলা কত কিযে করতাম, ঘাসের ডগায় মুক্তা ছরায় […]