ভারতের কেরালা পুলিশ স্টেশন আক্রমণ করল মা হাতি
সম্প্রতি ভারতের কেরালা পুলিশের টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক জোড়া হাতি পুলিশ স্টেশনের ভেতরে ঢোকার চেষ্টা করছে। খবর এনডিটিভির। কেরালার পারম্বিকুলম পুলিশ স্টেশনে ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, পারম্বিকুলম পুলিশ স্টেশনের লোহার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে মা হাতি ও তার শাবক। কেরালা পুলিশ ভিডিও ক্লিপটির ক্যাপশনে মালায়লামে লিখেছে, মা […]