‘সতর্ক’ লেখক- রাশেদুল ইসলাম
‘সতর্ক‘ রাশেদুল ইসলাম সজাগ করিবো তাইলিখিয়াছি আশুখানা,মন্দ লোকের ধারেযাইতে করিলাম মানা। চোরের সহিত চোরসাধের সংগে সাধ,লোক বূঝিয়া মিলাওকাধের সাথে কাধ। শুসময়ে বন্ধু অনেকদুঃসময়ে নাই,জীবন যৌবন শেষ করিবেতবুও বলবে খাই। দুঃসময়ে যেজন পাশেখাটি বন্ধু তারে কয়,বিপদকালে স্বার্থছাড়াসেইতো পাশে রয়। এমন জনে পেয়েছো কিআমিতো পাইনি কাউকে,জীবন তরী পার করিলামআপন ভেবেছি অনেককে। স্বার্থ শেষে শুন্যে আমিচাপরিয়েছি বুক একা,হাজারো […]