লোহাগড়ায় সরকারী নিয়ম না মেনে কিন্ডার গার্ডেন স্কুল চালাচ্ছে
নড়াইল, লোহাগড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সরদার পাড়ায় (কলেজ মাঠের পূর্ব পাশে) সরকারী নিয়ম নীতি না মেনে লোহাগড়া প্রি- ক্যাডেট স্কুল নামে চালায় ফরিদ। এলাকাবাসী জানায় নড়াইল লোহাগড়া,উপজেলার লাহুড়িয়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে ফরিদ শেখ (২৯)। তিনি করোনা কালীন সময়ে সরকারী বিধি অমান্য করে বহাল তবিয়দে চালান এই শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে কোমলমতি শিশুরা শিক্ষা গ্রহন […]