সাদ ও এরিকই হবে লাঙ্গলের ধারক বাহক : বিদিশা
নতুন বছরে জাতীয় পার্টিতে (জাপা) চমকের পর চমক আসবে জানিয়ে হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বলেছেন, সাদ ও এরিক (এরশাদের দুই ছেলে)- এরাই হবে আগামী দিনের ‘লাঙ্গল’-এর ধারক ও বাহক। বাবার চেয়ারে শুধু ছেলেদেরই শোভা পায়। একমাত্র ছেলেরাই পারে বাবার মান রক্ষা করতে, অন্য কেউ নয়।’ জাপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর বারিধারায় […]