বলিউডের ভাইজান ভক্তদের সুখবর দিলেন
মহামারী করোনা আর লকডাউনের জন্য বেশকিছু কাজ করতে পারেননি বলিউডের জনপ্রিয় আভিনেতা সালমান খান। পিছিয়ে গেছে তার অনেক সিনেমার কাজ। তবে এবার কাজে ফিরেছেন বলিউডের ভাইজান । কাজে ফিরেই ভক্তদের জানালেন, চলতি বছরের এপ্রিল মাস থেকে ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। দিন কয়েক আগেই ফিরেছেন ‘দাবাং’ ট্যুর সেরে। সালমানের এক সাম্প্রতিক […]