নড়াইলের লিয়াকত হত্যাকান্ডের আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার
মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইলে আলোচিত লিয়াকত সিকদার হত্যা মামলায় নাছিম সিকদার (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ| আদালতে ১৬৪ ধারায় স্বীকারক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলে জানা গেছে| নাছিম সীমাখালী এলাকার তবিবর রহমান সিকদারের ছেলে| নড়াইলে লিয়াকত শিকদার (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছিলো দুর্বৃত্তরা| জানা যায়, গত শনিবার (২৮ আগস্ট) ৮টার দিকে […]