তিতাসে ভিক্ষুকের ঘরে আড়াই কোটি টাকা
কুমিল্লার তিতাসে আমির হোসেন ওরফে বিশা পাগলা নামে এক ভিক্ষুকের ঘরে প্রায় আড়াই কোটি টাকা পাওয়া গেছে। উপজেলার গাজীপুরে ওই ভিক্ষুকের সিন্দুকে ২ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া যায়। আমির হোসেন ওরফে বিশা পাগলা নামের এ ভিক্ষুক ঈদের দুদিন আগে শুক্রবার মারা যান। নিঃসন্তান এই ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরের মালামাল কী কী আছে পরে […]