সালাহর লিভারপুলকে রুখে দিল চেলসি ১০ জনে খেলে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ার্ড নাইটে এবার জয়জয়কার চেলসির। সেই আমেজ তারা ছড়িয়েছে মাঠেও। ১০ জনের দল নিয়ে তারা রুখে দিয়েছে শক্তিশালী লিভারপুলকে। অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগে লিভারপুলের মুখোমুখি হয়েছে চেলসি। ম্যাচের লিড নিয়েছিল চেলসিই। কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় তারা। তবে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ। রেফারির শেষ বাঁশিতে ম্যাচটি ১-১ গোলে ড্র […]