সেবা নীড়ের ৩০০ তম ব্লাড ডোনেশন
বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সেবা নীড়। বৃহস্পতিবার(৬ জানুয়ারি) সেবা নীড়ের ৩০০তম ব্লাড ডোনেশন সম্পন্ন হয়েছে। ‘স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ এই স্লোগানকে বুকে ধারণ করে সেবা নীড় সংগঠন থেকে অসুস্থ রোগীকে রক্ত দান করে আসছে। এই মহৎ কাজের পেছনে কাজ করছেন সেবা নীড়ের সকল সদস্য । অসুস্থ রোগীর রক্তের অভাবে যেন মৃত্যু না […]