যেসব কারণে স্তন ক্যান্সার হতে পারে
সাধারণত চিকিৎসকরা ব্রেস্ট বা স্তন ক্যান্সারকে ৩ ভাগে ভাগ করে থাকেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম। প্রথমে রয়েছে জেনারেল ক্যাটাগরি যাদের কোনো রিস্ক নাই। ২) বিআরসিআরওয়ান জিন মিউট্রেশন আছে। যে মিউট্রেশন যদি মায়ের বা প্রথম ব্লাডের কারও পজিটিভ থাকে, তাহলে এটা জিনগত মানে […]