হাঁটুর অস্ত্রোপচার করানো হবে ফেদেরার
শুধুমাত্র অবসর শব্দটাই বলেননি রজার ফেদেরার! নয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হয়ে যেভাবে হৃদয়বিদারক বক্তব্য দিয়েছেন তাতে মনে হচ্ছে টেনিসের রাজাকে কোর্টে আর দেখতে পাওয়া যাবে না! হাঁটুর একাধিক চোটে রজার ফেদেরার খুব সময় কাটাচ্ছেন। পুরোপুরি ফিট হতে অস্ত্রোপচারের বিকল্প নেই। আর অস্ত্রোপচার করানোর মানেই হচ্ছে লম্বা সময়ের বিরতি। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ টেনিস […]