বাল্য বিয়ে করতে গিয়ে নববধূর হাতের বদলে হাতকড়া পরতে হলো বরকে
ঢাকার ধামরাইয়ে বাল্য বিয়ে করতে গিয়ে নববধূর হাতের বদলে হাতকড়া পরতে হলো বরকে। তবে জরিমানার টাকা প্রদানের পর ছাড়া পেয়েছেন তিনি। তবে প্রশাসনের বারণ সত্ত্বেও বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকেও গুণতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। শুক্রবার (৪ মার্চ) পৌরসভার ইউএনও তালতলা কমিশনার মোড় এলাকায় হঠাৎ বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী […]