জামালপুরের বকশিগঞ্জ উপজেলা হাসপাতাল চত্বর যেন ময়লার স্তূপ!
মোঃ আহসান হাবীব সুমন, জেলা প্রতিনিধি জামালপুর: জামালপুরের বকশিগঞ্জ উপজেলার হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে রাখা হয় আবর্জনার স্তূপ । সাধারণ বর্জ্যের সঙ্গে হাসপাতালের ব্যবহৃত জীবাণুযুক্ত তুলা, ব্যান্ডেজ ও ব্যবহৃত ঔষুধের ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে যা পচেগলে মিশে ছড়িয়ে দৃষিত করছে হাসপাতালের পরিবেশ। ব্যবহৃত নোংরা পানি জমে আছে হাসপাতাল চত্বরে যা মশা বংশবিস্ততারের জন্য […]