সূর্যের আলোয় চার্জ হবে হেডফোন, চলবে ৮০ ঘণ্টা
ব্যতিক্রমী হেডফোন তৈরি করে টেকপ্রেমীদের চমকে দিয়েছে অ্যাডিডাস। সম্প্রতি আরপিটি-০২ সোল ব্লুটুথ নামের একটি হেডফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। যা সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ হবে, তবে সূর্যের আলো না পেলে ঘরের আলোতেই চার্জ করা যাবে এই হেডফোনটি। আর একবার চার্জ দিলে প্রায় ৮০ ঘণ্টা পর্যন্ত এটি সার্ভিস দিবে বলে দাবি করেছে নির্মাতা সংস্থাটি। এই সোলার সেলটি […]