শাস্তি এড়াতে হ্যাকিংয়ের ঘটনা চেপে যাওয়ার দায় স্বীকার উবারের
শাস্তি এড়াতে হ্যাকিংয়ের ঘটনা চেপে যাওয়ার দায় স্বীকার উবারের শাস্তি এড়াতে ২০১৬ সালের হ্যাকিংয়ের ঘটনা চেপে যাওয়ার অভিযোগ আদালতে স্বীকার করেছে রাইড-হেইলিং প্ল্যাটফর্ম উবার। ওই ঘটনায় বেহাত হয়েছিল পাঁচ কোটি ৭০ লাখ চালক ও আরোহীর স্পর্শকাতর তথ্য। রয়টার্স জানিয়েছে, তথ্য গোপনের অভিযোগে অপরাধী হিসেবে বিচার এবং সম্ভাব্য শাস্তির ঝুঁকি এড়াতেই মার্কিন আইনজীবীদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে […]