এই সেই অর্ধেক কাটা গাছ।
বাড়ির বাগানে বড় গাছ থাকলে, তা নিয়ে ঝগড়ায় জড়াননি এমন প্রতিবেশী বোধহয় এদেশে নেই। দুই পরিবারের হাজার সদ্ভাব থাকলেও, গাছের পাতা, ফল, ফুল পড়া, পাখির আনাগোনায় নোংরা হওয়া এসব নিয়ে মাঝে মধ্যেই এমন ঝগড়া লাগে যে কাক-চিল বসতে পারে না। এমনকি মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায় দু’বাড়ির লোকেদের। তুলনায় নরমপন্থী পরিবার অন্য পরিবারের দাপটে গাছ কাটতেও বাধ্য হব। তবে এই ছবি যে বিদেশেও দেখা যাবে, তাও আবার খোদ ইংল্যান্ডে, তা বোধহয় অনেকেরই আন্দাজ ছিল না।
উত্তর ইংল্যান্ডের Sheffield এলাকার Waterthorpe- এ দুই বাড়ির মধ্যে ছিল একটি গাছ। এই দুই পরিবারের মধ্যে একটি ভারতীয় বংশোদ্ভূত। আর তাঁদের বাড়িতেই ছিল একটি fir tree। পাশের বাড়ি থেকে নিত্যদিন ঝামেলা হত এই গাছ নিয়ে। কোনওদিন অভিযোগ আসত পায়রা ওই গাছে এসে বসছে, বাসা করছে, ডাল-খড়কুটো ফেলে নোংরা করছে। কোনওদিন বা বলা হত পাখিরা বর্জ্য পদার্থ ফেলে জায়গা নোংরা করেছে। দুই পরিবারে এই নিয়ে বচসা চললেও সমাধান বেরোয়নি। অগত্যা ভারতীয় বংশোদ্ভূত পরিবারের গাছের অর্ধেক অংশ, যা পাশে বাড়ির দিকে ছিল, সেটি কেটে দেয় ওই পরিবার। গাছ কাটার লোক ডেকে কার্যত অর্ধেক করে দেওয়া হয় গাছটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।